বার্মিংহামে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে আনজুমানে আল ইসলাহর উদ্যোগে র্যালি ও মাহফিল অনুষ্ঠিত
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব
—-মাহফিলে বক্তারা
পবিত্র ঈদে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের সহযোগিতায় ও বার্মিংহাম ব্রাঞ্চের উদ্যোগে র্যালি ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৯ সেপ্টেম্বর রবিবার, বার্মিংহামের বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারে আয়োজিত মাহফিল ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন আনজুমানে আল ইসলাহ ইউকের প্রেসিডেন্ট শায়খুল হাদীস হযরত আল্লামা নজরুল ইসলাম। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনজুমানে আল ইসলাহ ইউকের সেক্রেটারি জেনারেল ,দারুল হাদীস লন্ডনের প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ হাসান চৌধুরী ফুলতলী,
জয়েন্ট সেক্রেটারি ,দি ব্রিটিশ মুসলিম স্কুল বার্মিংহামের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান, বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ্জ কামরুল হাসান চুনু, বিশিষ্ট ইসলামিক স্কলার পীর জহির উদ্দিন পাকিস্তান, আনজুমানে আল ইসলাহ ইউকের উপদেষ্টা মোহাম্মদ এমদাদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ খুরশেদ উল হক, সদস্য মাষ্টার আব্দুল মুহিত, মাওলানা রফিক আহমদ ও আনজুমানে আল ইসলাহ ইউকে মিডল্যান্ডস ডিভিশনের সেক্রেটারি মাওলানা মোঃ হুসাম উদ্দিন আল হুমায়দী।
মাহফিলে বক্তারা বলেন, বিশ্ব মানবতার মুক্তির দূত প্রিয়নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামীনের সর্বশ্রেষ্ঠ নেয়ামত। সেই নেয়ামতের শুকরিয়া আদায় করা এবং এ নেয়ামত সম্পর্কে আলোচনা করা আমাদের সকলের ঈমানী দায়িত্ব। আর এ লক্ষ্যেই আমরা আনজুমানে আল ইসলাহর উদ্যোগে মীলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল আয়োজনের মধ্যদিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামীনের শুকরিয়া আদায় করি এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুপম আদর্শ বিশ্ববাসীর কাছে উপস্থাপন করে থাকি। বক্তারা বলেন, আজকের এ অশান্ত পৃথিবীতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আদর্শ বাস্তবায়নের মাধ্যমেই গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
তাঁরা আরো বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামীনের অফুরন্ত নেয়ামত হিসেবে আগমন করেছিলেন। তাঁর আগমন কোনো সাধারণ ঘটনা ছিলনা। এটা আল্লাহর পক্ষ থেকে এক বড় নেয়ামত ছিল। সে হিসেবে তাঁর আগমনকে স্মরণ করে আল্লাহর শুকরিয়া আদায় করা মুমিনের কর্তব্য। আর মুমিন মাত্রই তাঁর জন্মের মাস আসলেই আনন্দে উদ্বেলিত হয় এবং আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করে থাকে।
এদিকে দুপুর ১২ টায় বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টার থেকে বের হয় বিশাল র্যালি। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আবার মাল্টিপার্পাস সেন্টারে এসে শেষ হয়। এসময় দুরুদ ও কালেমা খচিত বিভিন্ন রঙ-বেরঙের প্লে কার্ড শুভা পায় র্যালিতে। প্রিয়নবীর শানে নাত, সালাত ও সালাম গেয়ে গেয়ে সড়ক প্রদক্ষিণ করেন শত শত নবী প্রেমিক জনতা।
বার্মিংহাম আল ইসলাহর সভাপতি মাওলানা বদরুল হক খানের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফিজ শামীম আল মামুন রুমেলের পরিচালনায় র্যালি পরবর্তী মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের সেক্রেটারী ফয়জুর রহমান চৌধুরী এমবিই, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব কাজী আংগুর মিয়া, আলমরক গাউছিয়া জামে মসজিদের খতিব মাওলানা আতিকুর রহমান, আনজুমানে আল ইসলাহ ইউকে সান্ডওয়েল শাখার সেক্রেটারী হাফিজ আলী হোসেন বাবুল, লজেল্স বাংলাদেশ ইসলামিক সেন্টারের প্রেসিডেন্ট আলহাজ আজির উদ্দিন আবদাল, আস্টন এডিংটন জামে মাসজীদের চেয়ারম্যান শফিক মিয়া চৌধুরী গনী, আলবার্ট জামে মাসজীদের সেক্রেটারী মাসুক মিয়া, বাংলা কাগজের ডাইরেক্টর আবুল হোসাইন, মাওলানা আবুল বাসার, সিলেট স্পোর্টিং ক্লাবের প্রেসিডেন্ট হাজী মাসুক মিয়া, সেক্রেটারী হাজী আব্দুর রব, ওয়ালছল আল ইসলাহর সেক্রেটারী কারী আবুল খায়ের, হাজী আব্দুর রকিব, সুফি ইদরিস উল্লাহ, হাফিজ সিহাবুর রহমান খান, হাজী সাহাব উদ্দিন, নাফিজুর রহমান, মাওলানা গুলজার আহমদ জামি, মাওলানা নুরুল আমিন, মাওলানা আব্দুল মোনিম, বাংলাদেশ মাল্টিপার্পাস সেন্টারের ডাইরেক্টর আলহাজ আব্দুল গফুর, হাজী তারা মিয়া, সাংবাদিক রিয়াদ আহাদ, আব্দুল হামিদ আয়না, আহমদ হোসাইন, হাজী মুদ্দছির আলী ও হাফিজ আবুল হোসাইন প্রমূখ।
শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন রেদওয়ান রাশিদ ও নাশিদ পরিবেশন করেন শামছুদ্দোহা শিল্পী গোষ্টি। পরিশেষে মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।