মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ
পোস্ট ডেস্ক :
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর ঢাকা-ক্যান্টনমেন্ট সংলগ্ন কচুক্ষেত এলাকার আটটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। সোমবার সকাল থেকে বেতনের দাবিতে কর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এতে আশপাশের সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়।
সড়ক অবরোধের ফলে মিরপুর-১৪ থেকে কচুক্ষেত পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
আন্দোলনরীরা জানান, ইউনিফর্ম টেক্সটাইলের প্রায় ১৩’শ শ্রমিকের দেড় মাসের বেতন পাওনা রয়েছে। বেতন চাইলে বিভিন্ন সময় হুমকি ধামকিও দেয়া হচ্ছে।
বকেয়া বেতনসহ সব পাওনা বুঝিয়ে না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান তারা।
সোহরাব নামের পোশাকশ্রমিক বলেন, আমরা নিয়মিত কাজ করে যাচ্ছি। কিন্তু মালিকপক্ষ আমাদের বেতন না দিয়ে ঘুরাচ্ছে। বেতন-ভাতা পরিশোধ না করলে তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তিনি।
ভাষানটেক থানার ওসি শাহ মো. ফয়সাল আহমেদ বলেন, ‘বকেয়া বেতন আদায়ের দাবিতে ইউনিফর্ম টেক্সটাইল লিমিটেড গার্মেন্টসের শ্রমিক সড়ক অবরোধ করেছিলেন। প্রায় এক-দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন তারা।’