ট্রাম্পের নতুন ‘সীমান্ত জার’ কে এই টম হোম্যান?
পোস্ট ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প জোর দিয়েছিলেন দেশটির সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন নির্বাসন নীতির ওপর। যা তাকে দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হতে সাহায্য করেছে। এবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ‘সীমান্ত জার’ হিসেবে টম হোম্যানকে নিযুক্ত করেছেন ট্রাম্প।
কে এই টম হোম্যান? জানা গেছে, ৬২ বছর বয়সি হোম্যান আগে পুলিশ অফিসার ও দীর্ঘদিন অভিবাসন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তাছাড়া হোম্যান ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট থাকাকালীন সময়ও অভিবাসন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পরে ট্রাম্পের মেয়াদ শেষ হলে হোম্যান প্রজেক্ট ২০২৫ এ অবদান রাখেন। ৯০০ পৃষ্ঠার একটি নীতি প্রণয়ন করেন। যাকে ভবিষ্যতে ট্রাম্প সরকারের জন্য একটি নীলনকশা হিসাবে বিবেচিত হয়েছে। তার এই নথিটি নিয়ে অবশ্য বেশ বিতর্ক হয়েছে। ডেমোক্র্যাটরা এই নথিকে কর্তৃত্ববাদী হিসাবে সমালোচিত করেছিল। যদিও এই নথিটি পড়েননি বলে সে সময় জানিয়েছিলেন ট্রাম্প। সেই সঙ্গে বিতর্ক থেকে নিজেকে দূরে রেখেছিলেন।
নির্বাচনের আগে ট্রাম্পের নির্বাসন পরিকল্পনা নিয়ে কথা বলেছিলেন হোম্যান। তখন তিনি জানিয়ে ছিলেন, যুক্তরাষ্ট্রে গণ নির্বাসন নীতি করতে হবে। কারণ যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে অবৈধ অভিবাসন সংকটের মুখোমুখি হচ্ছে। সেই তাকেই এবার ‘সীমান্ত জার’ হিসেবে নিযুক্ত করেছেন ট্রাম্প।
উল্লেখ্য, অভিবাসন প্রয়োগকারী কর্মকর্তা হিসাবে কাজ করার সময় হোম্যান ২০১৫ সালে বিশিষ্ট পরিষেবার জন্য রাষ্ট্রপতির পদমর্যাদা পুরস্কার পান। যেই পুরস্কারটি অসাধারণ সাফল্য অর্জনকারী নেতাদের দেওয়া হয়ে থাকে।