হবিগঞ্জে ১০ টাকার টমটম ভাড়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০
পোস্ট ডেস্ক :
হবিগঞ্জের বাহুবলে ১০ টাকা টমটম ভাড়া নিয়ে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দুদল গ্রামবাসীর ৪ ঘণ্টাব্যাপী রক্ষক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছে ২০টিরও বেশি দোকান। এ থেকে রেহাই পায়নি মাছের আড়ত। পুড়িয়ে দেওয়া হয়েছে একটি পিকআপ ও একটি ট্রাক।
আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে রোববার ৮ ডিসেম্বর সকাল ১০টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মৌচাকে।
জানা যায়, বাহুবল উপজেলার ভেড়াখাল গ্রামের এক যুবকের সঙ্গে ১০ টাকা টমটম ভাড়া নিয়ে সাতপাড়িয়া গ্রামের এক ব্যক্তির কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ট্রাক্টরে করে ইট নিয়ে নিয়ে এসে ঢাকা সিলেট মহাসড়ক বন্ধ করে কবিরপুর গ্রামের সঙ্গে সাতপাড়িয়া গ্রামবাসী ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৪ ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অর্ধশতাধিক লোকজন আহত হন।
ঘটনার খবর পেয়ে বাহুবল মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চেষ্টা চালায়। পরে সেনাবাহিনীর একটি টিম এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৪ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দোকানে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি টিম আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বাহুবল মডেল থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।