ত্রিভুজ প্রেম : দুজনের আত্মহত্যা, আরেক প্রেমিক আত্মগোপনে

Published: 25 December 2024

পোস্ট ডেস্ক :


সিরাজগঞ্জের শাহজাদপুরে ত্রিভুজ প্রেমের জের ধরে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনার পর থেকে আরেক প্রেমিক আত্মগোপনে রয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন- শাহজাদপুর শহরের শাহাপাড়ার বাসুদেব দাসের মেয়ে কণ্ঠ শিল্পী সুদীপ্তা দাস কেকা (২৬) ও উপজেলার গাড়াদহ গ্রামের বিকাশ কর্মকারের ছেলে হৃদয় কর্মকার মদন (৩০)।

জানা যায়, নিহত কণ্ঠ শিল্পী অবিবাহিত কেকা স্থানীয় পুরবী সংগীত বিদ্যালয়ের মেধাবী কণ্ঠশিল্পী ছিলেন। তিনি সংগীতে রাজশাহী বিভাগীয় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন। তিনি শাহজাদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এবার স্নাতক চূড়ান্ত বর্ষের পরীক্ষা দিয়েছেন। নিহত হৃদয় কর্মকার মদন ব্যক্তি জীবনে বিবাহিত।

তার পরিবারে স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। তিনি একটি ওষুধ কম্পানিতে চাকরির সুবাদে পরিবার নিয়ে বগুড়ার ঠনঠনিয়া হিন্দপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।
অপরদিকে আত্মগোপনে থাকা কণ্ঠ শিল্পী অবিবাহিত আসাদ (২৭) বিভিন্ন অনুষ্ঠানে টাকার বিনিময়ে গান করার পাশাপাশি প্যাড বাজান।

বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান, হৃদয় কর্মকার মদন গত সোমবার (২৩ ডিসেম্বর) রাত ১০টার দিকে পারিবারিক দ্বন্দ্বের কারণে নিজ শয়ন কক্ষে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় ইউডি মামলা হয়েছে।
শাহজাদপুর থানার পরিদর্শক (অপারেশন) আবু সাঈদ বলেন, ‘গতকাল মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে কণ্ঠশিল্পী সুদীপ্তা দাস কেকা নিজবাড়িতে অতিরিক্ত গ্যাসের ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাকে স্থানীয় দুটি হাসপাতালে ও পরে সিরাজগঞ্জে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে বগুড়ায় নেওয়ার পথে তিনি মারা যান।

মঙ্গলবার রাতে নিহতের লাশ উদ্ধারের পর থানা হেফাজতে রাখা হয়। আজ বুধবার (২৫ ডিসেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘দুটি আত্মত্যার ঘটনায় পরিবারের কেউ মুখ খুলছেন না। তবে আমরা জানতে পেরেছি, কণ্ঠশিল্পী কেকার সঙ্গে দুই যুবকের প্রেমের সম্পর্ক ছিল। ধারণা করা হচ্ছে- প্রেমের কারণে পারিবারিক দ্বন্দ্ব হওয়ায় বিবাহিত হৃদয় কর্মকার মদন আত্মহত্যা করেছেন। আর সেটি জানার পরই প্রেমিকা কেকাও আত্মহত্যার পথ বেঁছে নিয়েছেন। ঘটনার পর থেকে আরেক প্রেমিক আসাদ আত্মগোপনে রয়েছেন। আমরা সব দিক বিবেচনায় নিয়ে ঘটনার তদন্ত করছি।’