শিবিরের সদস্য সম্মেলনে যা বললেন জামায়াতের আমির
পোস্ট ডেস্ক :
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে মেরামত করার জন্য আরেকটি যুদ্ধ শুরু করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠান মেরামত করতে হবে। শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতে দেয়া হবে না। কোনো চাপাতিওয়ালা, চাঁদাবাজ, টেন্ডারবাজদের ঢুকতে দেয়া যাবে না। শিক্ষাপ্রতিষ্ঠানকে গড়ে তোলা না গেলে এই জাতি বারবার পথ হারাবে।
Play Video
Close PlayerUnibots.com
মঙ্গলবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, ‘দেশের সার্বভৌমত্ব পাশের দেশের হাতে তুলে দিয়েছিল শেখ হাসিনা। তথাকথিত বুদ্ধিজীবীরা তাদের মাথা ভারতের কাছে বর্গা দিয়ে রেখেছে। ছাত্রসমাজ কখনও দুঃশাসন আর দুর্নীতিকে পরোয়া করে না। এজন্যই দফায় দফায় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে।’
আওয়ামী লীগকে লক্ষ্য করে ডা. শফিকুর বলেন, ‘সাড়ে ১৫ বছরে যারা জুলুম করেছে, তারাই ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। আওয়ামী ক্ষমতায় থাকলেও হত্যাকারী, না থাকলেও হত্যাকারী। সব হত্যার বিচার দেখতে চায় দেশের মানুষ। এরা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তারা সন্ত্রাসী দল। কতো মায়ের বুক খালি করেছে। সবকিছুর বিচার হতে হবে।’
তিনি আরো বলেন, ‘জাতীয় স্বার্থে আমাদের এক থাকতে হবে, বিভেদ কাম্য নয়।’ এছাড়া ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।