বার্মিংহামের সিরাজাম মুনিরায় ১৪ জানুয়ারি ফুলতলী ছাহেব (রহ.) এর ঈসালে সাওয়াব মাহফিল

Published: 12 January 2025

বার্মিংহাম, যুক্তরাজ্য সংবাদদাতা:

হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.) এর ঈসালে সাওয়াব উপলক্ষ্যে আগামী ১৪ জানুয়ারি ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। এই মাহফিল বাস্তবায়নে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশের বাইরে ফুলতলী (রহ.)’র এই ঈসালে সাওয়াব মাহফিলকে কেন্দ্র করে সেখানকার ভক্ত মুরিদানদের মধ্যে আনন্দ বিরাজ করছে।

 

জানা যায়, ইসলামিক কালচারাল অর্গ্যানাইজেশন আহলুল মাহাব্বাহ ইউকের উদ্যোগে বার্মিংহামের ৬ ফ্রান্সিস রোড বি-২৫ ৮এইপির সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড অ্যাডুকেশন সেন্টারে আগামী ১৪ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এই মাহফিল অনুষ্ঠিত হবে।

 

এতে অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দামেস্ক, সিরিয়ার বিশিষ্ট ইসলামিক স্কলার শায়খ সাইয়্যিদ ফাদি জুবা ইবনে আলি, জর্ডানের শায়খ সালাহ উদ্দিন ইবনে সাঈদ আল কুদরি, লন্ডনের শায়খ আল হাদিস আল্লামা নজরুল ইসলাম, ইউকের শায়খ ইমাম খালেদ হোসাইন প্রমুখ। এছাড়াও সেখানকার প্রখ্যাত শায়খ ও উলামারা উপস্থিত থাকবেন।