দেশে এইচএমপিভি আক্রান্ত নারী মারা গেছেন, অন্য সংক্রমণও ছিল

Published: 16 January 2025

পোস্ট ডেস্ক :


হিউম্যান মেটানিউমোভাইরাসে (এইচএমপিভি) আক্রান্ত নারী মারা গেছেন। তিনি অন্য সংক্রমণেও আক্রান্ত ছিলেন। বুধবার সন্ধ্যায় রাজধানীর সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের লাইন ডিরেক্টর হালিমুর রশিদ মানবজমিনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই নারীর বাড়ি নরসিংদীতে। তার বয়স ৩০ বছর।

এর আগে গত রোববার হালিমুর রশিদ জানিয়েছিলেন, ‘শুধু এইচএমপিভি নয়, এর সঙ্গে অন্য একটা ব্যাকটেরিয়া আছে।’ তিনি আরও বলেন, ‘এবারই প্রথম নয়, এর আগেও এইচএমপিভি ধরা পড়েছিল। গত ২০১৭ সাল থেকে এই পর্যন্ত ১৬ থেকে ১৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।’

উল্লেখ্য, করোনার পর এর মধ্যেই আবারো বিশ্বে হুমকি হয়ে উঠছে নতুন মহামারি। পুরনো এইচএমপিভি নতুন করে ছড়াচ্ছে দেশে দেশে। এ অবস্থায় চীন-জাপানে নতুন আতঙ্ক এইচএমপিভি প্রাদুর্ভাব বেড়েছে। চীন-জাপান ছাড়িয়ে মালয়েশিয়া ও ভারতেও এই ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।