করোনায় মৃত্যু: যুক্তরাজ্যকে ছাড়াল ভারত

Published: 13 August 2020

নভেল করোনাভাইরাসের কারণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এ মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। খবর রয়টার্স।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ৬৬ হাজার ৬৯৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে দেশটিতে কোভিড-১৯ এ নতুন করে ৯৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মোট মৃত্যু ৪৭ হাজার ৩৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটার সূত্রে জানা গেছে বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ স্থানীয় সময় দুপুর পর্যন্ত যুক্তরাজ্যে কোভিড-১৯ এ মোট মৃত্যু হয়েছে ৪৬ হাজার ৭৯১ জনের।

অন্যদিকে, করোনায় মৃত্যু তালিকায় এখন ভারতের ওপরে আছে কেবল মেক্সিকো, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র।
মৃত্যুতে বিশ্বের চতুর্থস্থানে থাকা ভারত করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে তৃতীয়স্থানে রয়েছে।

৫২ লাখ আক্রান্ত এবং এক লাখ ৬৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে দুই তালিকারই শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সরকারি হিসাবেই আক্রান্ত ৩১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে, বুধবার পর্যন্ত দেশটিতে মৃত্যুও হয়েছে এক লাখ চার হাজার ২০১ জনের।

অপরদিকে, ভারতে কোভিড-১৯ এ মোট মৃত্যুর প্রায় ৪০ শতাংশই মহারাষ্ট্রে। এখন পর্যন্ত পশ্চিমাঞ্চলীয় এ রাজ্যে ১৮ হাজার ৬৫০ জনের করোনায় প্রাণহানি হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। তামিল নাডুতে মৃত্যু ছাড়িয়েছে পাঁচ হাজার ২০০। দিল্লিতে মারা গেছেন চার হাজার ১৫৩ জন। জুলাই জুড়েই মৃত্যু বেড়ে তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে কর্ণাটক। সেখানে কোভিড-১৯ এ এখন পর্যন্ত তিন হাজার ৫১০ জনের মৃত্যু হয়েছে। গুজরাটে দুই হাজার ৭১৩ জনের প্রাণ গেছে করোনাভাইরাসে। অন্ধ্র প্রদেশ (২,২৯৬); উত্তর প্রদেশ (২,২৩০); পশ্চিমবঙ্গে (২,২০৩) মৃতের সংখ্যা প্রতিদিনই হু হু করে বাড়ছে। মৃত্যু বাড়ছে মধ্যপ্রদেশ (১,০৪৮); রাজস্থান (৮২২); তেলেঙ্গানা (৬৬৫); পাঞ্জাব (৬৭৫); হরিয়ানা (৫০৩); জম্মু ও কাশ্মির (৪৯৮); বিহার (৪১৬); উড়িষ্যা (৩০৫); ঝাড়খণ্ড (১৯৭); উত্তরখণ্ড (১৪০) ও ছত্তিশগড়েও (১০৯)।