ওমানে উটের লাথিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নিহত ফয়াজ কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দক্ষিণ দিলদারপুর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
নিহত ফয়াজের ছোট ভাই মো. রেনু মিয়া জানান, সাড়ে তিন বছর আগে মধ্যপ্রাচ্যের ওমানে পাড়ি জমিয়েছিলেন ফয়াজ। তিনি ওমানের ইবরা শহরে একটি সবজি বাগানে কাজ করতেন।
এ ছাড়া তিনি ওই বাগানের পাশেই একটি উটের ফার্মে পার্টটাইম কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বুধবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে উটকে খাবার দিতে যান ফয়াজ মিয়া। এ সময় ফার্মের উটের লাথিতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে স্থানীয় প্রশাসন তাকে উদ্ধার করে ইবরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।