ভারতে বিমান দুর্ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
ভারতে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
শোক বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, কেরালার কোঝিকোড় বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান দুর্ঘটনার সংবাদে আমি শোকাহত ও মর্মাহত। এই মর্মান্তিক দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারের সদস্যদের প্রতি বাংলাদেশের জনগণ এবং সরকারের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানাচ্ছি।
শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্যও কামনা করেন।