করোনার ভ্যাকসিন ভারতেই আসছে : মোদি

Published: 15 August 2020

ভারতের স্বাধীনতা দিবসে দিল্লির লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারতে করোনা ভ্যাকসিন তৈরির কাজ অনেকটা এগিয়েছে। তিনটি প্রকল্প নিয়ে বিজ্ঞানীরা কাজ করছেন। অচিরেই এই ভ্যাকসিন এসে যাবে। সরকারের দায়িত্ব হবে এই ভ্যাকসিন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়া।

মোদি বলেন, দেশে একটি ল্যাবরেটরি থেকে চৌদ্দশোটি ল্যাব হয়েছে। দৈনিক তিনশো করোনা টেস্ট থেকে সাত লক্ষ টেস্ট এ পৌঁছেছে। করোনা যোদ্ধাদের কুর্নিশ জানান মোদি। ঘোষণা করেন, আজ থেকেই শুরু হল ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের। এর ফলে দেশের স্বাস্থ্যক্ষেত্রে নতুন দিগন্ত খুলে যাবে। খুব কমসময়ে দেশবাসীর কাছে ভ্যাকসিন পৌঁছে দেওয়ার অঙ্গীকারও করেন প্রধানমন্ত্রী। আত্মনির্ভর ভারত গড়ার ডাক দেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, জম্মু কাশ্মীরে নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। লাদাখে ভারতীয় সেনার আত্মবলিদানের কথাও উল্লেখ করেন তিনি। মধ্যবিত্ত সমাজ সস্তায় ইন্টারনেট, কম দামে বিমানের টিকিট এবং কম করের সুবিধা পাবেন বলে তিনি ঘোষণা করেন। একশো ত্রিশ কোটির দেশ শুধু মেক ইন্ডিয়া নয়, মেক ফর ওয়ার্ল্ড নীতিতেও বিশ্বাসী বলে মোদি আশাপ্রকাশ করেন। বলেন, ভারতই বিশ্বকে পথ দেখাবে।