সিঙ্গাপুর, জাপান, ভিয়েতনাম ও ভারতে জাতীয় শোক দিবস পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী এবং জাতীয় শোক দিবস পালন করেছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ মিশন ও দূতাবাস।
দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত করা, দোয়া ও প্রার্থনা, এক মিনিট নীরবতা পালন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোসহ আলোচনা ও স্মরণ সভার আয়োজন করা হয়।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়।
বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, দর্শন, রাজনৈতিক সংগ্রাম ও সরকারের কার্যক্রমের ওপর আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
কোভিড-১৯ পরিস্থিতির কারণে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী তাদের পরিবার ও প্রবাসীরা অংশ নেন।