মাইলি-কোডির প্রেম ১০ মাস!
১০ মাসেই প্রেমের সম্পর্কের ইতি টানলেন মার্কিন সংগীতশিল্পী মাইলি সাইরাস ও কোডি সিম্পসন। ২০১৯ সালের অক্টোবর থেকে শুরু হয় মাইলি সাইরাস ও অস্ট্রেলিয়ান সংগীতশিল্পী কোডির মন দেয়া-নেয়া।
ক’দিন আগেও ২৩ বছর বয়সী এই গায়ক প্রেমিকা মাইলির সঙ্গে একটি ভিডিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। যার ক্যাপশনে তিনি লিখেছিলেন- ‘বেস্ট ফ্রেন্ডের সঙ্গে ভালোবাসা।’ কিন্তু বিচ্ছেদের পর সেটি ডিলিট করে ফেলেছেন তিনি।
তবে মাইলি-কোডির বিচ্ছেদের কারণ এখনও জানা যায়নি। শুক্রবার প্রকাশ হয়েছেন মাইলির নতুন গান ‘মিডনাইট স্কাই’।