ইতালির মিলানে চালক ছাড়াই ট্রেন চলল ৭ কিলোমিটার

Published: 21 August 2020

গণপরিবহনের মধ্যে অন্যতম আরামদায়ক বাহন হলো ট্রেন। দীর্ঘ যাত্রায় ট্রেনের বিকল্প খুব কমই আছে। তাই ট্রেন থাকে অনেকের পছন্দের তালিকায়। এই ট্রেনই এবার চলল কোনো চালক ছাড়াই। তবে আশার কথা হলো বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, চালক ছাড়াই ট্রেন চলার ঘটনা ঘটেছে ইতালিতে। ইতালির মিলান শহরের উত্তরের একটি স্টেশনে এই ঘটনা ঘটে। চালক ও কর্মীরা ট্রেন স্টেশনে রেখে বিরতিতে যাওয়ার পর হঠাৎ করে চলতে শুরু করে।

চালক ছাড়াই সাত কিলোমিটার যাওয়ার পর ট্রেনটি লাইনচ্যুত হয়ে যায়। এ ঘটনায় ট্রেনের যাত্রীসহ মোট ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এই ঘটনার তদন্ত শুরু করেছে ইতালির রেল কর্তৃপক্ষ।