ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত
ক্যালিফোনিয়ার দাবানলে উদ্ধার কাজে নিয়োজিত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।
বুধবার মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, ক্যালিফোর্নিয়ার একটি বিমানবন্দরের কাছে ঘটা এই দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন। তিনি একাই ছিলেন ওই হেলিকপ্টারে। তবে নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।
শনিবার থেকে দেশটিতে দাবানল ভয়াবহ আকার ধারণে করেছে। বর্তমানে এটা খুবই বিপজ্জনক হয়ে উঠেছে, কারণ প্রতি ঘণ্টায় ২৬ মাইল বেগে ছড়াচ্ছে এই আগুন।
দাবানল পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছেন স্থানীয় গভর্নর। আগুনে বৈদ্যুতিক তার পুড়ে যেকোনো সময় হতে পারে বড় ধরণের বিদ্যুৎ বিভ্রাট, নতুন করে আরও বিভিন্ন অংশে আগুনও লাগতে পারে বলে আশঙ্কা দমকল বাহিনীর। তাই এসব এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।