ধোনিকে মোদির চিঠি
‘মে পাল দো পাল কা শায়ের হু’ গানের সুরে আন্তর্জাতিক ক্রিকেটকে না বলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের বিদায় বেলায় সতীর্থ, ক্রিকেট বোদ্ধা ও ভক্ত-সমর্থকদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন ২০১১ বিশ্বকাপ জয়ী ভারতীয় এই ক্যাপ্টেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দিলেন তাদের দলে। দুই পৃষ্ঠার আবেগমাখা চিঠিতে বিশ্বের অন্যতম ফিনিশার ধোনিকে কৃতজ্ঞতা আর শুভ কামনা জানিয়ে দেশটির সরকার প্রধান লিখলেন, এমএস ধোনি নতুন ভারতের স্পৃহার গুরুত্বপূর্ণ এক চিত্রণ এবং ‘ফেনোমেনন’।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার চিঠিতে লিখেন, ‘আমরা কোথা থেকে এসেছি এটা কোনো বিষয় নয়, যতক্ষণ পর্যন্ত না জানতে পারছি আমরা কোথায় যাচ্ছি। এই স্পৃহা আপনি ছড়িয়ে অনুপ্রাণিত করেছেন বহু তরুণকে।’
মোদি চিঠিতে আরও যোগ করেন, ‘ছোট্ট এক শহরের অতি সাধারণ পরিবেশ থেকে উঠে এসেছেন। জাতীয় পর্যায়ে নিজের ঝলক বিলিয়ে দিয়েছেন। সুনাম কুড়িয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, ভারতকে গর্বিত করেছেন।’
জয়গান শুনে প্রধানমন্ত্রী মোদিকে কৃতজ্ঞতা জানাতে ভুলেননি ধোনি। নিজের টুইটার অ্যাকাউন্টে চিঠিটি জুড়ে দিয়ে সাবেক এ উইকেটরক্ষক ব্যাটসম্যান লিখেন, ‘একজন শিল্পী, সৈনিক ও ক্রীড়াবিদ সর্বদা প্রশংসা প্রত্যাশা করেন। তাদের কঠোর পরিশ্রম ও ত্যাগ সবাই জানেন এবং প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্তুতি ও শুভ কামনার জন্য আপনাকে ধন্যবাদ।’