মাদক মামলায় অভিনেত্রী অ্যামেলিয়া অ্যামির ৩৩ বছর কারাদণ্ড

অন্যদিকে তার প্রেমিকের ২৫ বছর ৪ মাসের কারাদণ্ড হয়। একসাথে ৭ লাখ ৫০ হাজার বাথ (থাই মুদ্রা) জরিমানা করা হয়। পরে অ্যামেলিয়াকেও ওই মামলায় দোষী সাব্যস্ত করে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। সে সময় তাকে মাদক নিরাময় কেন্দ্রে রাখারও নির্দেশ দিয়েছিলেন বিচারক।
এদিকে দীর্ঘদিন পর আবারও এ মামলার নতুন মোড় নিয়েছে। বৃহস্পতিবার আদালত সিদ্ধান্তে আসে যে, অ্যামেলিয়া মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত এবং তিনি গ্যাং দ্বারা পরিচালিত করেন। এসব অভিযোগে তাকে ৩৩ বছর চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডের পাশাপাশি তাকেব ৬ লাখ ৬৬ হাজার ৬শ ৬৬ বাথ (থাই মুদ্রা) জরিমানা করা হয়েছে। তবে এই অভিনেত্রী এখনো পলাতক রয়েছেন বলে জানিয়েছে ব্যাংক পোস্ট।
প্রসঙ্গত, অ্যামেলিয়া সিরিজ “থিদা ভ্যানর্ন” অভিনয় করে থাইল্যান্ডে ব্যাপক জনপ্রিয়তা পান। এছাড়া ২০০৬ সালে তিনি মিস টিন থাইল্যান্ড শিরোপা জেতেন।