দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৭

Published: 23 August 2020

দক্ষিণ সুদানের রাজধানী জুবার কাছে একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহী নিহত হয়েছেন। একজন আরোহী জীবিত রয়েছেন এবং তাকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টার দিকে বিমানটি জুবা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওড়ার কয়েক মিনিট পরই হাই রেফারেন্ডাম আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।

বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আপার নীল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক জোসেপ মায়োম জানিয়েছেন, তারা ১৫ আরোহী এবং বিমানের দুজন ক্রুর লাশ উদ্ধার করেছেন।

জুবা আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক কার কুল জানান, অ্যান্টোনভ এন-২৬ মডেলের কার্গো বিমানটি বিধ্বস্ত হয়েছে। এটি আভেইল এবং ওয়াও শহরে একটি সংস্থার কর্মীদের বেতন নিয়ে যাচ্ছিল। এছাড়া বিমানটিতে মোটরসাইকেল, যন্ত্রাংশ ও খাদ্যসামগ্রী ছিল। দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সূত্র : সিনহুয়া