আলিয়ার বড় বোনকেও ধর্ষণ ও হত্যার হুমকি

পূজা বলেন, ‘আজকাল সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে যে, সেখানে স্বচ্ছন্দে যে কেউ ধর্ষণ, খুনের হুমকি দিতে পারে! শুধু তাই নয়, কদর্য আক্রমণ করে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার কথাও বলে। আমি এতদিন এসব এড়িয়ে যেতাম। কিন্তু আর নয়। এখন থেকে আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অনুমতি নিতে হবে। এমনিতেই খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা।’
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের সবচেয়ে চর্চিত বিষয় স্বজনপোষণ নীতি। করণ জোহর থেকে রণবীর কাপুর- নেটিজেনদের আক্রমণ থেকে কেউ বাদ যাননি। তবে ভাট পরিবারের প্রতি নেটিজেনদের ক্ষোভ যেন একটু বেশি। কারণ, সুশান্তের মৃত্যুর পর থেকেই তার চর্চিত প্রেমিকা রিয়ার সঙ্গে মহেশ ভাটের পুরনো ছবি ঘিরে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে।