জাতিসংঘে ইরান ইস্যুতে একঘরে যুক্তরাষ্ট্র

Published: 23 August 2020

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন একটি নিষেধাজ্ঞা জারির পদক্ষেপ ব্যর্থ হয়েছে। পরিষদের ১৫ টি দেশের মধ্যে ১৩টি দেশই যুক্তরাষ্ট্রের পদক্ষেপের বিরুদ্ধে অবস্থান নেয়। ফলে ইরান ইস্যুতে একা হয়ে পড়ে পরিষদের অন্যতম দেশটি। খবর রয়টার্সের।

এর ২৪ ঘণ্টা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ও অস্ত্র ক্রয়ে বাধা প্রদান করার পদক্ষেপ নেয়া ঘোষণা দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্রে খুব কাছের মিত্র যুক্তরাজ্যসহ ফ্রান্স, জার্মানী, বেলজিয়ামও এ পদত্ষেপের বিরোধীতা করে।

যুক্তরাষ্ট্র ২০১৫ সালের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসায় ইরানকে দায়ী করেন। তবে বিশ্বের অনেক দেশের আপত্তি সত্বেও যুক্তরাষ্ট্র ২০১৮ সালের পরমাণু চুক্তি থেকে এককভাবে বেরিয়ে আসে। তবে নিষেধাজ্ঞা জারিতে বাধা দিলে রাশিয়া ও চীনের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে যুক্তরাষ্ট্র।

তবে নিরাপত্তা পরিষদের এসব বিষয়ে জড়াতে চাচ্ছেনা সংস্থাটির মহাসচিব। এটাকে নিরাপত্তা পরিষেদর নিজেদের বিষয় বরলে এ ব্যাপারে বক্তব্য দিতেও রাজি হয়নি তিনি।