নিউইয়র্কে ‘বাংলাদেশি আমেরিকান ওমেন ফর প্রগ্রেস’-এর সভাপতি মনিকা সম্পাদক আলিয়া
প্রবাসে বাংলাদেশি নারীদের অভিবাসন সম্পর্কিত সমস্যার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিয়ে সোচ্চার থাকার সংকল্পে প্রতিষ্ঠিত ‘বাংলাদেশি আমেরিকান ওমেন ফর প্রগ্রেস’র কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত সভায় কমিটি ঘোষণা করা হয়।
সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনিকা রায় চৌধুরী বলেন, ‘নারী ক্ষমতায়নের স্লোগান উচ্চারিত হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্রসহ সমগ্র বিশ্বেই। পুরুষ শাসিত সমাজে নারীরা নানাভাবে নিগৃহীত হচ্ছে।
নারীর কর্মসংস্থানের ক্ষেত্রেও বৈষম্য বিদ্যমান রয়েছে। স্বপ্নের দেশ আমেরিকায় আসার পরও নারীরা স্ট্যাটাস অ্যাডজাস্টমেন্টে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। কঠোর শ্রম দিয়েও বেতন-বৈষম্যের ভিকটিম হচ্ছেন। অনেক পরিবারে নারীরা নির্যাতনের শিকার হচ্ছে। এমন পরিস্থিতির অবসানে সকলকে নিয়ে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের বিকল্প নেই।’
তিনি আরও জানান, গত মার্চে সংগঠনের রেজিস্ট্রেশন সম্পন্ন হলেও আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটানো সম্ভব হয়নি করোনা মহামারির কারণে। এখন স্বাস্থ্যবিধি মেনেই সভা হলো।
‘বাংলাদেশি আমেরিকান ওমেন ফর প্রগ্রেস’-এর ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি মনিকা রায় চৌধুরী, সহ-সভাপতি ডা. নার্গিস রহমান এবং মোমতাজির বাবলী, সাধারণ সম্পাদক আলিয়া ফেরদৌসি, সহ-সাধারণ সম্পাদক মনিকা দাস, কোষাধ্যক্ষ ভারতী রায়, শিক্ষা সম্পাদক সুরাইয়া আলী, দপ্তর সম্পাদক লিপি রায়, সাংগঠনিক সম্পাদক মালিহা মান্নান। নির্বাহী সদস্যরা হলেন-মান্তাহা মান্নান ও তাছিমা মান্নান।