ব্রিটেনে মা-বাবাকে হত্যার দায়ে শিখ তরুণের যাবজ্জীবন

আদালতের রায়ে জানা যায়, ২৬ বছর বয়সী আনমল চানা এ বছরের ফেব্রুয়ারিতে তার মা জাসবির কাউর (৫২) ও মায়ের স্বামী রুপিন্দর ভাষান (৫১) কে তাদের বার্মিংহামের ওল্ডবারির নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করেন। পরিবারটি শিখ ধর্মাবলম্বী। পুত্রের হাতে হত্যার শিকার জাসবির ও রুপিন্দরের জন্ম ভারতে হলেও তারা ব্রিটিশ নাগরিক। পুত্র আনমল ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক।
মামলার বিবরণী থেকে জানা যায়, মা ও সৎ বাবাকে হত্যার পর আনমল ঘরে থাকা টাকা চুরি করে ব্রিটেন ছেড়ে পালিয়ে যাবার পরিকল্পনা করছিলো। এসময় পুলিশ তাকে আটক করে। ঘাতক আনমল আদালতে আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে দাবি করেছে, মা ও সৎ বাবা তাকে মারতে এলে আত্মরক্ষার জন্য তাদেরকে হত্যা করে সে।
তবে, রায়ে বিচারপতি বলেছেন, আনমলের বক্তব্য স্পষ্টতই মিথ্যা প্রমাণিত হয়েছে।জাসবির ও রুপিন্দরের প্রত্যেকের শরীরে বিশটির বেশি ছুরিকাঘাতের আলামত পাওয়া যায়। মামলার শুনানিতে আনমলের বোন আদালতে দেওয়া সাক্ষ্যে জানান, আনমলের বয়স যখন ১৬ ছিল তখনও সে একই কায়দায় ছুরি দিয়ে তার মা ও বোনের উপর হামলা চালিয়েছিল।