ফিলিপাইনে জোড়া বিস্ফোরণে নিহত ১৫, আহত ৭৫

Published: 25 August 2020

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দ্বীপে জোড়া বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৭৫ জন। নিহতদের মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছে। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জঙ্গি গোষ্ঠী আইএস সংশ্লিষ্ট আবু সায়াফ নিয়ন্ত্রিত জোলো দ্বীপে এক ঘন্টার ব্যবধানে এ জোড়া হামলার ঘটনা ঘটে। হামলায় নিহতদের মধ্যে ৮ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, বাকি ৬ জন বেসামরিক নাগরিক এবং একজন হামলাকারী। এছাড়াও ২৭ নিরাপত্তা কর্মী এবং ৪৮ বেসামরিক নাগরিক আহত হয়।

এ হামলার ঘটনায় এরই মধ্যে তদন্তকাজ শুরু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সেনাবাহিনী ও পুলিশ। দেশটির রাষ্ট্রপতির মুখপাত্র হ্যারি রোক বলেন, জোলায় বিস্ফোরণের ঘটনাকে তীব্রভাবে নিন্দা জানাই। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি বা গোষ্ঠীকে শনাক্ত করতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।