১৪ দাবিতে কঠোর আন্দোলনে শিক্ষকরা
এবার ১৪ দফা দাবি আদায়ে কঠোর আন্দোলনে নেমেছে জাতীয়করণকৃত কলেজের শিক্ষকরা। বৃহস্পতিবার থেকে আগামী ১১ অক্টোবর পর্যন্ত প্রায় দেড় মাসব্যাপী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষকরা।
গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)।
কর্মসূচির মধ্যে রয়েছে- আজ প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিসংবলিত আবেদন প্রদান, ২৬ থেকে ৩১ আগস্ট স্থানীয় সংসদ সদস্যদের কাছে আবেদন প্রদান, মতবিনিময়, ১ থেকে ৩০ সেপ্টেম্বর দেশব্যাপী গণসংযোগ। এর মধ্যে দাবি পূরণ না হলে আগামী ৪ অক্টোবর ৬৪ জেলা সদরে ও জেলা প্রশাসকের অফিসের সামনে মানববন্ধন করা হবে এবং ১১ অক্টোবর ঢাকায় মানববন্ধন পালনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
শিক্ষকদের দাবিগুলোর মধ্যে রয়েছে- আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে অ্যাডহক নিয়োগ, আত্তীকরণ থেকে কাউকে বঞ্চিত না করা, অভিজ্ঞ কর্মকর্তাদের মাধ্যমে কাগজপত্র যাচাই করা, যোগদানের দিন থেকে চাকরি শতভাগ গণনার মতো বিষয়।