মন্ত্রণালয়ের বিভিন্ন ওয়েবসাইটে ঢুকতে সমস্যা
সার্ভারে ত্রুটির কারণে বাংলাদেশ সরকারের সব মন্ত্রণালয় এবং ডট গভ ডট বিডি ডোমেইন ব্যবহারকারী সরকারি প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে ঢুকতে কিছু সময়ের জন্য সমস্যা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর থেকে এ সমস্যা হয় বলে জানিয়েছে ডট গভ ডট বিডি ডোমেইন সেবাদাতা রাষ্ট্রায়ত্ত্ব টেলিযোগাযোগ কোম্পানি বিটিসিএল।
ব্যবহারকারীরা জানান, বিকেল ৫টার পর থেকে মন্ত্রণালয়ের ওয়েবসাইটগুলোতে ঢুকতে গেলে সার্ভার আইপি ঠিকনা পাওয়া যাচ্ছে না বলে দেখাচ্ছিল।বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন গণমাধ্যমকে বলেন, সার্ভার ক্রটির কারণে ডট গভ ডট বিডি ওয়েবসাইটগুলোতে সমস্যা হয়েছিল।
বিকেল ৫টার পর সার্ভার রিস্টার্ট দেয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার সব স্বাভাবিক হয় বলেও জানান তিনি।