ওস্তাদ সুনীল কুমার আর নেই

সুনীল কুমার নজরুল সংগীত ও শাস্ত্রীয় সংগীত শিক্ষা দিতেন। তিনি দেশের অসংখ্য গুণী শিল্পীর প্রিয় ওস্তাদ ছিলেন। আজীবন সংগীতের জন্য কাজ করে গেছেন। টিটি কলেজ ও বাকৃবির সংগীতের শিক্ষক ছিলেন। তিনি নজরুল একাডেমির অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন।
ওস্তাদ সুনীল ময়মনসিংহের মুক্তাগাছার তাড়াটি গ্রামে জন্মগ্রহণ করেন। স্বপরিবারে নগরীর দুর্গাবাড়ি আঠারোবাড়ি বিল্ডিং এলাকায় বসবাস করতেন।
সুনীল কুমার সংগীতে অবদানের জন্য পেয়েছেন জেলা শিল্পকলা পদকসহ নানা পুরস্কার। এই সংগীতজ্ঞের মৃত্যুতে সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।