গুলিবিদ্ধ কৃষ্ণাঙ্গ জ্যাকবকে হাতকড়া পরিয়েই চিকৎসা চলছে!

জ্যাকবের চাচা জানান, জ্যাকবের বাবা তার সঙ্গে উইসকনসিন হাসপাতালে দেখা করেছেন। ছেলেকে হাতকড়া পরিহিত অবস্থায় দেখে তার বাবা মর্মাহত হয়েছেন। তিনি আরো বলেন, আহত মানুষকে এটা অপমান। সে প্যারালাইজড হয়ে গেছে। হাঁটতে পারছে না। অথচ তাকে হাতকড়া পরিয়ে রাখা আছে। কেন?
প্রসঙ্গত, কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৯ বছর বয়সী জ্যাকব ব্লাকে। যুক্তরাষ্ট্রের কেনোশা পুলিশ তাকে গুলি করেছে। গত রবিবার তার ওপর সাতবার গুলি চালায় মার্কিন পুলিশ।
সূত্র : সিএনএন