স্পেনে করোনা সম্পর্কে সচেতনতা এবং করণীয় বিষয়ক সভা অনুষ্ঠিত
স্পেনে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা এবং করণীয় বিষয়ক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড ইন্টার লাভাপিয়েস, বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভালিয়েন্তে বাংলা এবং সেন্ট্রো সালুদ (জাতীয় মেডিক্যাল সেন্টার) কর্তৃক এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্পেনে দ্বিতীয় ধাপে কোভিড মহামারী ছড়িয়ে পড়ায় বাংলাদেশিদের মধ্যে সচেতনতামূলক পরামর্শসহ নানারকম দিকনির্দেশনা প্রদান করা হয়।
রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে পেপা তররেস ও ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহীর যৌথ পরিচালনায় সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, দেন মাদ্রিদ সেবা কেন্দ্রের প্রধান কারমেন সুফেদা, সেন্ট্রো মাদ্রিদের আনা, লাভাপিয়েস স্বাস্থ্য সেবা কেন্দ্রের পরিচালক ডাক্তার নাতালিয়া প্রমুখ।