ঘূর্ণিঝড় ‘লরা’র আঘাতে লন্ডভন্ড লুইজিয়ানার উপকূলীয় এলাকা : ৬ জনের প্রাণহানি
প্রলয়ংকারী ঘূর্ণিঝড়, লরা, বৃহস্পতিবার রাতে টেক্সাস ও লুইজিয়ানার উপকূলে আছড়ে পড়ে। ৭৮,০০০ লোকের বসবাস, ক্যামেরুনে প্রথমে আঘাত হেনে, তারপর সিটি অফ লেক চার্লসের দিকে ধাবিত হয়।
জনপদ, বসতিঘর কিছুই রেহাই পায় নি ঘূর্ণিঝড়ের ছোবল থেকে। বহু ছাদের অংশ শহরের বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পরে থাকতে দেখা যায়। অন্ততঃ ৯ লক্ষের অধিক ঘরবাড়িতে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঘূর্ণিঝড়ের তোড়ে লেক চার্লসের একটি কেমিকাল প্লান্টে আগুন ধরে যায়।
ঘূর্ণিঝড়টি শুক্রবার নাগাদ দুর্বল হয়ে, পূর্বাঞ্চলীয় উপকূলের দিকে অগ্রসর হবে। এর প্রভাবে এর গতিপথ ধরে প্রবল বর্ষণ ও বন্যার সম্ভবনা রয়েছে বলে আবহাওয়াবিদরা জানান।
রিপাবলিকান দলীয় সম্মেলনের পর, প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ক্ষয়-ক্ষতি নিরুপনে সপ্তাহান্তে টেক্সাস ও লুইজিয়ানার উপদ্রুত এলাকা সফর করবেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা