ফের ছবি নির্মাণে এসডি রুবেল
আবারও নতুন ছবি নির্মাণ করতে যাচ্ছেন গায়ক এসডি রুবেল। বৃদ্ধাশ্রম নামে একটি ছবি পরিচালনা করেছেন সঙ্গীতশিল্পী এসডি রুবেল। সেন্সর ছাড়পত্র পেয়ে ছবিটি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। এরইমধ্যে নতুন সিদ্ধান্ত নিলেন।
নাম চূড়ান্ত না হওয়া ছবির গল্প এরই মধ্যে সম্পন্ন করেছেন এ গায়ক। এতে কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয়েও দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে এসডি রুবেল বলেন, ‘বক্তব্যধর্মী একটি গল্প নিয়ে ছবিটি নির্মাণ করব। এতে সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে শক্ত বক্তব্য থাকবে।
যেহেতু নতুন ছবি নির্মাণ করবই, তাই এর কাজ শুরু করে দিয়েছি। কিছুদিন পর পাত্র-পাত্রী নির্বাচনের কাজটি শুরু করব। আগামী ডিসেম্বরের দিকে এর শুটিং শুরু করার পরিকল্পনা আছে।’ অন্যদিকে নিয়মিত নতুন গান প্রকাশ করে যাচ্ছেন এ সঙ্গীতশিল্পী।