ফরিদপুর মেডিকেলের আইসিইউতে আগুন, এক রোগীর মৃত্যু
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের (ফমেক) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ আগস্ট) বেলা ১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে পুরো আইসিইউতে ধোঁয়া ছড়িয়ে পড়ে।
এ সময় ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা জীবন বাঁচাতে ছোটাছুটি শুরু করে। অনেকে ওয়ার্ড থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে এ সময় এক মুমুর্ষ রোগীর অক্সিজেন খুলে ফেলায় এবং ধোয়ায় দম বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন বলে অভিযোগ উঠেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এ ব্যাপারে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এ সময় পুরো ওয়ার্ড কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে যায়। আইসিইউর রোগীদের সরিয়ে এনে অন্য ওয়ার্ডে রাখা হয়। এ সময় এক রোগীর মৃত্যু হয়েছে বলে শুনেছি।