আফগানিস্তানে ৪৪ তালেবান জঙ্গি নিহত
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে গত দুই দিনে কমপক্ষে ৪৪ তালেবান জঙ্গি নিহত হয়েছে। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান জোরদার করার পর তারা নিহত হলো। শনিবার সেনাবাহিনীর এক বিবৃতিতে একথা বলা হয়। খবর- সিনহুয়ার।
বিবৃতিতে বলা হয়, সংঘাতপূর্ণ ইমাম সাহিব এলাকায় যুদ্ধবিমানের সাহায্যে চালানো এ অভিযানে নিহতদের মধ্যে কারি আব্দুল্লাহ ওরফে হিজরান, মোল্লাহ খায়রুল্লাহ ডাক নাম কারি আহমেদ এবং কারি হাফিজ নামে পরিচিত সশস্ত্র গ্রুপের স্থানীয় তিন কমান্ডার রয়েছে।
সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার জেনারেল আদম খান মতিনের বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়, সেখানে অভিযান চলাকালে আরো ৩৭ জঙ্গি আহত হয়।
এ প্রতিবেদনের ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন মন্তব্য পাওয়া যায়নি।