মমতাকে জড়িয়ে ধরতে চাওয়া সেই বিজেপি নেতা করোনায় আক্রান্ত!

Published: 2 October 2020

পোস্ট ডেস্ক : নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবে বলে ঘোষণা দিয়েছিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। এবার সত্যি তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে শুক্রবার এক ফেসবুক পোস্টে জানিয়েছেন অনুপম।

ভারতীয় গণমাধ্যমে জানা যায়, গত রবিবার বারুইপুরে দলের কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি নেতা অনুপম হাজরা সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেছিলেন। অনুপম বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেস করোনার থেকেও ক্ষতিকর ভাইরাস। আমার করোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব।

করোনায় আক্রান্ত মানুষদের কষ্টটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতেই তিনি মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়েছেন বলেও জানিয়েছিলেন অনুপম।

এমন বিতর্কিত মন্তেব্যে শুরু হয় কড়া সমালোচনা। পরবর্তীতে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য জেরে এফআইআর দায়ে করা হয়।

জবাবে ফেসবুক পোস্টে অনুপম পাল্টা হুমকি দিয়েছিলেন। তিনি বলেছেন, কয়েক মাস গেলেই মুখ্যমন্ত্রীকে এফআইআরের মাশুল সুদে আসলে দিতে হবে। জি নিউজ।