তুহিনের সুরে গাইলেন ফাহমিদা
পোস্ট ডেস্ক : প্রথমবারের মতো শফিক তুহিনের সুর ও সংগীতে গাইলেন গুণী সংগীতশিল্পী ফাহমিদা নবী। ‘কেউ থাকে না’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন সেজান মাহমুদ। সম্প্রতি গানটি রেকর্ড করা হয়েছে। খুব শিগগিরই গানটি প্রকাশ হবে। এ বিষয়ে ফাহমিদা নবী বলেন, গানটির কথা, সুর ও সংগীত অনেক বেশি ভালো লেগেছে। নতুনত্ব আছে। আমার বিশ্বাস গানটি ভালো লাগবে সবার। শফিক তুহিন বলেন, এর আগে আমি ফাহমিদা আপার সঙ্গে গেয়েছি কিছু গান।
তবে কখনও তার জন্য কোনো গানের সুর ও সংগীত করা হয়নি। এবারই প্রথম করলাম। সব মিলিয়ে দারুণ একটি গান হয়েছে। জানা গেছে, গানটির ভিডিও নির্মাণের পর সেজান মাহমুদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।