টাওয়ার হ্যামলেটসে ৫ ঘণ্টা গাড়ি পার্কিং সুবিধা বহাল থাকছে
পোস্ট ডেস্ক : টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের রেসিডেন্ট পার্কিং আইনে পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। এর কারণে মিনি জোনগুলোতে আপাতত ৫ ঘণ্টা গাড়ি পার্কিংয়ের সুবিধা বহাল থাকবে। ৩০ সেপ্টেম্বর বুধবার টাউন হলে অুনষ্ঠিত ফুল কাউন্সিল মিটিংয়ে নির্বাহী মেয়র জন বিগস এই ঘোষণা দেন। কনজার্ভেটিভ দলের কাউন্সিলার এন্ড্রু উডের উত্থাপিত মোশনের প্রেক্ষিতে মেয়র জন বিগস আগের সিদ্ধান্ত স্থগিত করেন।
উল্লেখ্য, কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিলো পহেলা সেপ্টেম্বর থেকে এক মিনি জোন থেকে অন্য মিনি জোনে গিয়ে তিন ঘণ্টার বেশি সময় গাড়ি পার্ক করা যাবে না। অর্থাৎ যদি কারো মিনিজোন এ-১ এর রেসিডেন্ট পারমিট থাকে তাহলে তিনি মিনিজোন এ-২ তে গিয়ে তিন ঘন্টার বেশি সময় গাড়ি পার্ক করতে পারবেন না। এই আইন পয়লা অক্টোবর থেকে কার্যকর হওয়ার কথা ছিলো। সুতরাং, আগের আইন বহাল থাকায় মিনি জোন এ১ এর পারমিট হোলডার মিনি জোন এ২ বা এ৩ তে গিয়ে অন্তত ৫ ঘন্টা পর্যন্ত পার্ক করতে পারবেন। কোনো কোনো ক্ষেত্রে দিনভর পার্ক করা যাবে।