বাংলাদেশে কারাগারে আটক ৪০০ প্রবাসীর মুক্তি দাবি
বাংলাদেশের বিভিন্ন কারাগারে বন্দি প্রায় ৪০০ প্রবাসী বাংলাদেশীকে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে মুক্তির দাবিতে গত ৩০ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে এক স্মারকলিপি প্রদান করেছে ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ নামের একটি আন্তর্জাতিক সংগঠন।
গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ও ২১ সেপ্টেম্বর সোমবার দু’টি জরুরি সভায় সিদ্ধান্তক্রমে এ স্মারকলিপি প্রেরণ করা হয়। সংগঠনের সভাপতি ড. হাসনাত এম হোসেইন এমবিইর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র আ ম ওহিদ আহমদের পরিচালনায় ভার্চ্যুয়াল মিডিয়ার মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ড. ওয়ালি তছর উদ্দিন এমবিই, কমিউনিটি নেতা মাহিদুর রহমান, সাংবাদিক শামছুল আলম লিটন, কমিউনিটি নেতা মাহতাব মিয়া, কমিউনিটি নেতা এম এ লতিফ জেপি, অধ্যাপক মাওলানা আব্দুল কাদের সালেহ, কমিউনিটি নেতা সৈয়দ নাদির আজিজ দরাজ ও কেএম আবুতাহের চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা কুয়েত, লেবানন, বাহরাইন, ভিয়েতনাম, মালদ্বীপসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে ফেরত প্রবাসী বাংলাদেশীদের কোয়ারান্টাইন শেষে বিনা অভিযোগে কারাগারে প্রেরণের তীব্র প্রতিবাদ জানান। তাঁরা বলেন, বিদেশে হয়রানি ও সীমাহীন কষ্ট ভোগ করে নিজ দেশে আসার পর তাদের জেলে প্রেরণ করা অমানবিক ব্যাপার। এ ব্যাপারে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদের মুক্তি দিতে হবে এবং কী কারণে তাদের কারাগারে নেওয়া হয়ে তা জনসমক্ষে প্রকাশ করতে হবে।
স্মারকলিপিতে প্রবাসী বাংলাদেশীদের মুক্তির ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়। এ ছাড়া বাংলাদেশে অবস্থানরত সৌদি প্রবাসীদের সৌদিতে ফেরার ব্যাপারে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।
সভায় অভিমত ব্যক্ত করা হয় যে, ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশীজ দেড় কোটি প্রবাসী বাংলাদেশীর স্বার্থ রক্ষায় কাজ করে যাবে এবং বাংলাদেশের যে কোন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবে। সংবাদ বিজ্ঞপ্তি