বড়লেখা ও জুড়ী সীমান্তে বেড়েছে পশু চোরাচালান, মহিষ ও গরু জব্দ
সিলেট অফিস : বড়লেখা ও জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় চোরাকারবারীরা ফের তৎপর হয়ে উঠেছে। সংঘবদ্ধ চক্র প্রায় প্রতি রাতে ভারতীয় অবৈধ গবাদি (মহিষ ও গরু) পশুর চালান নিয়ে আসছে। জুড়ীর ফুলতলা ইউনিয়নের বটুলি সীমান্ত এলাকা থেকে বিজিবি’র ফুলতলা বিওপির টহল দল শুক্রবার রাতে ভারত থেকে পাচারকালে একটি অবৈধ মহিষ ও পাঁচটি গরু জব্দ করেছে। এ সময় চোরাচালানীরা পালিয়ে যায়। শনিবার বিকেলে আটক অবৈধ গবাদিপশুগুলো বিজিবি জুড়ী কাষ্টমসে জমা দিয়েছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, গত শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহল দল জুড়ী উপজেলার পূর্ব-বটুলী নামক স্থানে অবস্থান নেয়। মেইন পিলার ১৮২৩/৩৩-এস হতে ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একজন চোরাকারবারী ভারতীয় অবৈধ মহিষ ও গরুর একটি চালান নিয়ে আসতে দেখে বিজিবি ধাওয়া করে। পরবর্তীতে বিজিবি টহলদল মালিকবিহীন অবস্থায় ১টি ভারতীয় মহিষ ও ০৫টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়।
যার আনুমানিক বাজার মূল্য ২ লাখ টাকা। সীমান্তবাসী সুত্রে জানা গেছে, বড়লেখার বোবারতল ও জুড়ীর বটুলি সীমান্ত দিয়ে গত ২ মাস ধরে চোরাকারবারীরা ভারতীয় মহিষ-গরু পাচারে বেপরোয়া হয়ে উঠেছে। দূর্গা পুজাকে সামনে রেখে চোরাকারবারীরা অবৈধ গবাদি পশুর আড়ালে মাদকের বড় চালান নিয়ে আসার আশংকা রয়েছে। বিবিজি ৫২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ জানান, সীমান্তে সবধরণের চোরাচালান বন্ধে বিজিবি অত্যন্ত তৎপর। শুক্রবার রাতে আটক ভারতীয় অবৈধ গবাদিপশুগুলো শনিবার বিকেলে জুড়ী কাষ্টমসে জমা দেয়া হয়েছে।