কক্সবাজারের কুতুপালংয়ে সংঘর্ষে ২ রোহিঙ্গা যুবক নিহত
বিশেষ সংবাদদাতা, ঢাকা : কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে দুগ্রুপের সংঘর্ষে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১০ জন।
রোববার ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।
এ ব্যাপারে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ বলেন, সকালে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই রোহিঙ্গ যুবক নিহত হয়েছেন। এসময় প্রতিপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে থাকা বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার ওসি তদন্ত গাজী সালাউদ্দিন জানান, উখিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।