১২ মিলিয়ন দিরহাম লটারি জিতলেন সৌদি নাগরিক

Published: 4 October 2020

পোস্ট ডেস্ক : বাহরাইনে ফাস্টফুডের দোকান রয়েছে সৌদি নাগরিক আহমেদ আল হামিদির। গত চার-পাঁচ বছর ধরে সমানে লটারির টিকিট সংগ্রহ করছিলেন তিনি। অবশেষে কপাল খুলেছে হামিদির।

আবুধাবিতে লটারি জিতে ৫৪ বছর বয়সী হামিদি বলেন, আমি এখনো ঘোরের মধ্যে আছি। এখনো আমার অনেক কিছু করার বাকি আছে। সেগুলো করতে চাই।

তিনি জানান, তিন মেয়ের ভবিষ্যৎ নিশ্চিতের জন্য কিছু পদক্ষেপ নেওয়ার সঙ্গে সঙ্গে দাতব্য সংস্থার জন্যও কাজ করার ইচ্ছা আছে তার।

হামিদি বলেন, সৌদি আরবের নাগরিক আমি, থাকি বাহরাইনে। ফাস্টফুডের ছোট্ট ব্যবসা রয়েছে। আমার তিন মেয়ে। সত্য বলতে কি, এই অর্থ আমি মেয়েদের ভবিষ্যৎ নিশ্চিতের জন্য ব্যয় করবো। সেই সঙ্গে দাতব্য সংস্থার হয়ে কিছু করার ইচ্ছা আছে। আগেও করেছি। তবে এখন আরো বেশি করে করতে পারবো। প্রতি বছর আমি বিশেষ শিশুদের জন্য খরচ করি। এখন তাদের আরো বেশি সহায়তা দেওয়া যাবে।