হোয়াটসঅ্যাপে মিউট ফিচার

Published: 4 October 2020

হোয়াটসঅ্যাপে যোগ হচ্ছে নতুন নতুন ফিচার। এর মধ্যে অন্যতম হল ‘অলওয়েজ মিউট’ ফিচার। এছাড়া রয়েছে নতুন স্টোরেজ ব্যবহারের ইউআই ও তার টুল। অর্থাৎ ‘স্টোরেজ ইউজেস’-এ লক্ষ্য করা যাবে আমূল পরিবর্তন।

এগুলো ছাড়াও রয়েছে একদম নতুন একটা ফিচার, যার নাম ‘মিডিয়া গাইডলাইনস’। সম্প্রতি অ্যানড্রয়েডের ২.২০.২০১.১০ বিটা সংস্করণ প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। তাতেই রয়েছে এই ফিচারগুলো।

আগে কোনো গ্রুপ চ্যাট বা নির্দিষ্ট কোনো নম্বরকে হোয়াটসঅ্যাপে মিউট করা যেত না। আট ঘণ্টা, এক সপ্তাহ বা সর্বোচ্চ এক বছরের জন্য বিশেষ কোনো কন্ট্যাক্ট বা গ্রুপ চ্যাট মিউট করা যেত। ইউজারদের এ সমস্যা থেকে স্থায়ী মুক্তি দিতে নতুন ফিচার্স নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ।

নতুন ভার্সনে শুধু এক বছর নয়, সারা জীবনের জন্য ব্যক্তিগত কোনো কন্ট্যাক্টস বা গ্রুপ চ্যাট মিউট করা যাবে।

এছাড়া একটা বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস অ্যাকাউন্টের ক্ষেত্রে ভিডিও ও ভয়েজ কলের বাটনগুলো রাখা হয়নি। এমনকি, কনট্যাক্ট ইনফোতেও ভিডিও ও ভয়েজ কলের বাটনগুলো নেই। কিন্তু প্রোফাইল আইকনগুলোতে ট্যাপ করলেই বাটনগুলো পাওয়া যাবে।

বদলে গিয়েছে ‘স্টোরেজ ইউজেস’ সেকশনটি। এতদিন প্রতিটি চ্যাটের মধ্যে ঢুকে সেখানে বিভিন্ন মিডিয়া ফাইলের জন্য কতটা জায়গা খরচ হচ্ছে তা দেখা যেত। নতুন পদ্ধতিতে দেখা যাবে মডার্ন স্টোরেজ বার। পাশাপাশি কোন ফাইলগুলো অ-দরকারি তাও নির্দেশ করে দেবে হোয়াটসঅ্যাপ। ফলে সেই ফাইল মুছে ফেলে স্পেস বাড়ানো অনেক সহজ হবে।