জেনিথ রহমান টাওয়ার হ্যামলেটস’র ডেপুটি স্পিকার নির্বাচিত
পোস্ট রিপোর্ট : টাওয়ার হ্যামলেটস এর দ্বিতীয় বারের নির্বাচিত কাউন্সিলর জেনিত রহমান লন্ডন টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন।
জেনিথ রহমান জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা প্রয়াত কবি আবুল বসর আনসারীর জৈষ্ঠ্য কন্যা ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক , জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন এর চাচাতো বোন।
এদিকে টাওয়ার হ্যামলেটস এর ডেপুটি স্পিকার জেনিথ রহমানের ভবিষ্যত কর্মময় জীবনের সফলতার জন্য দোআ এবং সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক প্রশাসক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র শফিকুল হক শফিক, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, সৈয়দপুর শাহাড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব মিয়া কামালী, জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল ইসলাম রাজন,উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমরুল হক হিরক,প্যালেম মেয়র সোহেল আহমদ, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর খলিলুর রহমান, কাউন্সিল মামুন আহমদ, কাউন্সিলর তাজিবুর রহমান,
কাউন্সিলর দিলোয়ার হুসেন, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না,কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিল দীপক গোপ, পাটলী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, সমাজকর্মী সাহেদ আহমদ,শাহ সাহেদ আহমদ, রাসেল আহমদ চৌধুরী, মামুর আহমদ, সমাজকর্মী ও শিক্ষানুরাগী জাহেদ আহমদ, মামুন আহমদ প্রমুখ।