ডাকাতিসহ খুনের দায়ে আপন দুই ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড

Published: 5 October 2020

বিশেষ সংবাদদাতা, ঢাকা : কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় ডাকাতিসহ খুনের দায়ে আপন দুই ভাইসহ ৪ জনের মৃত্যুদণ্ড এবং ৪ জনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। আজ সোমবার কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

মৃত্যদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- কাশেম ও তার সহোদর নজরুল, লিটন এবং সাত্তার। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলো- খোকন, সিরাজউদ্দিন ওরফে সিরাজ, কান্তু মিয়া ও সাহেদ। তাছাড়াও বিচারক প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেন।

মামলার বিবরণে প্রকাশ, ২০০৬ সালের ২৩ এপ্রিল গভীর রাতে আসামিরা করিমগঞ্জ উপজেলার সিংগুয়া গ্রামের অবসরপ্রাপ্ত গণপূর্ত বিভাগের কর্মচারী আ: রহমান আমিনের বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করে এবং গৃহকর্তা ও তার স্ত্রী নূরুন্নাহারকে এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে। পরে ডাকাতরা উক্ত বাড়ি থেকে ৮০ হাজার টাকা, সাড়ে তিন ভরি স্বর্ণালংকার এবং একটি রঙিন টিভি লুট করে নিয়ে যায়। আহত আ: রহমান আমিন ও নূরুন্নাহারকে দ্রুত করিমগঞ্জ হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক আ: রহমান আমিনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে নিহতের স্ত্রী নূরুন্নাহার ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ২/৩ জনের বিরুদ্ধে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মামলাটি তদন্ত শেষে মোট ৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি আবু সাঈদ ইমাম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট অশোক সরকার।