ছাতকে বাচ্চু ডাকাত ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
ছাতক সংবাদদাতা :: ছাতকে পলাতক আসামী ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন ৩ পুলিশ কর্মকর্তা।
রোববার গভীর রাতে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এসময় ডাকাত বাচ্চু মিয়াকে গ্রেফতারসহ ৪ হামলাকারীকে আটক করে পুলিশ। বাচ্চু মিয়া বাতির গ্রামের ইসমাইল আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, ডাকাতিসহ ৬ মামলার পলাতক আসামী বাচ্চু মিয়া (৩২) কে গ্রেফতার করতে পুলিশ বাতিরকান্দি গ্রামে অভিযান চালায়। এসময় নিজ ঘর থেকে বাচ্চু মিয়াকে গ্রেফতার করে নিয়ে আসার পথে তার স্বজনরা আসামী ছিনিয়ে নেয়ার চেষ্টায় পুলিশের উপর হামলা চালায়।
হামলায় আহত হন এসআই দেলোয়ার হোসেন, এএসআই সুমন চন্দ ও এএসআই মহিউদ্দিন। তাঁরা ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পুলিশের উপর হামলা করায় বাচ্চু ডাকাতের পিতা ইসমাইল আলী (৬২), চাচা ইয়াকুব আলী (৪৮), ভাই জুবেদ আলী (২৮) ও স্বজন আইয়ূব আলীর পুত্র আব্দুল আহাদ(৩০) আটক করে পুলিশ।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।