কৃষককে কুপিয়ে হত্যা

Published: 6 October 2020

বিশেষ সংবাদদাতা, ঢাকা : মাগুরার শ্রীপুর উপজেলার দরিবিলা গ্রামে প্রতিপক্ষের হামলায় মশিউর রহমান (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে স্থানীয় বাজারে প্রতিপক্ষরা তাকে কুপিয়ে হত্যা করে।

 

নিহতের স্ত্রী লতিফা বেগম জানান, স্থানীয় রাজনৈতিক আধিপত্য ও সামাজিক দলাদলী নিয়ে শ্রীকোল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মুতাসিম বিল্লাহ সংগ্রাম ও সাবেক চেয়ারম্যান কুতুবুল্লাহ কুটির সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তার স্বামী মসিউর রহমান বর্তমান ইউপি চেয়ারম্যান সংগ্রামের সমর্থক। এ কারণে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে হয়রানি ও মারধর করে আসছে।

তিনি জানান, সম্প্রতি একটি ঘটনা নিয়ে নিহত মশিউর রহমানের মামাতো ভাই ডলার মিয়ার সঙ্গে প্রতিপক্ষ দলের মুক্তার হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় মুক্তার হোসেন তাদের দেখে নেয়ার হুমকি দেন। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকাল ১০ টার দিকে মশিউর রহমানকে স্থানীয় বাজারে একটি চায়ের দোকানে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে গুরুতর আহতাবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পরীক্ষিত পাল জানান, হাসপাতালে আনার আগেই মশিউর রহমান মারা যান। তার শরীরের নীচের অংশে অসংখ্য ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।

শ্রীপুর থানার ওসি আলী আহমেদ মাসুদ জানান, হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে।