টাওয়ার হ্যামলেটসের মেয়রের পরামর্শ

Published: 6 October 2020

পোস্ট ডেস্ক : টাওয়ার হ্যামলেটসে করোনা ভাইরাসের সংক্রমন আবার বেড়ে যাবার পটভূমিতে এক বিশেষ বিবৃতিতে মেয়র এই আহধ্বান জানালেন।

বিবৃতিতে তিনি বলেন, এব্যাপারে সরকারের নীতমালা বা আইন রয়েছে তবে স্থানীয়ভাবে এবং ব্যক্তিগত পর্যায়েও আমাদের অবস্থাবুঝে ব্যবস্থা নিতে হবে। কারন এটি সবার জীবন এবং মৃত্যুর সাথে সংশ্লিষ্ট একটি ইস্যু।

এব্যাপারে আমাদের ব্যক্তিগত উদ্যোগের বিশেষ ভূমিকা রয়েছে। এর ভাল মন্দ দুটোই সবাইকে স্পর্শ করবে। তিনি বলেন, সাম্প্রতিককালে টাওয়ার হ্যামলেটসে করোনা ভাইরাস বিস্তারের অন্যতম কারন হচ্চেছ একে অপরের বাড়ীতে অবাধে যাতায়াত তথা মেলামেশা। তাই খুব জরুরী ছাড়া কারো বাড়ীতে না যাবার জন্য আমার বিশেষ অনুরুধ রইলো।

মেয়র আরো বলেন, বহু জাতীর বসবাস টাওয়ার হ্যামলেটসকে যেমন মহান করেছে, তেমনি করোনা ভাইরাস একে ঝুকিঁর মধ্যেও ফেলেছে। এজন্য কমিউনিটিকে রক্ষায় আমাদের প্রত্যেককে এই ভাইরাসের বিস্তার রোধে ভূমিকা রাখতে হবে। আমরা যাতে একে অপরকে রক্ষায় সাধ্যমতো সকল পদক্ষেপ গ্রহন করি।