করোনাভাইরাস আপডেট
ব্রিটেনে ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪,৫৪২ , মৃত্যু ৭৬
পোস্ট ডেস্ক : ব্রিটেনে গত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) করোনায় নতুন করে ১৪,৫৪২ জন আক্রান্ত হয়েছেন। এটি করোনা মহামারির শুরুর পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের সংখ্যা। এর আগে গত রবিবার সর্বাধিক সংখ্যক ২২৯৬১ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরো ৭৬ জনের। এই সংখ্যাও গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ। গতকাল সোমবার ছিলো ১৯ জন, রবিবার ছিলো ৩৩ জন, শনিবার ছিলো ৪৯ জন, শুক্রবার ছিলো ৬৬ জন। মোট মৃতের সংখ্যা ৪২ হাজার ৪৪৫ জন। এই মৃত্যুর পরিসংখ্যান আজ সকাল ৯ টা পর্যন্ত হাসপাতালে ও হাসপাতালের বাইরে করোনায় মৃতের সংখ্যা যুক্ত করা হয়েছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪৫৪২ জন। গতকাল সোমবার ছিলে ১২,৫৯৪ জন, রবিবার ছিলো ২২৯৬১ জন, শনিবার ছিলো ১২৮৭২ জন, শুক্রবার ছিলো ৬৯৬৮ জন। আজ সকাল ৯টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩০ হাজার ১১৩ জন। (সূত্র বিবিসি)
এদিকে হাসপাতাল সূত্র জানিয়েছে গত ২৪ ঘন্টায় হাসপাতালে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ইংল্যান্ডে মৃত্যুবরণ করেছেন ৫০ জন, ওয়েলসে ১০ জন, স্কটল্যান্ডে ২ জন, উত্তর আয়ারল্যান্ডে নতুন করে ১ জনের মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে। এই হিসেব শুধুমাত্র হাসপাতালে মৃতের সংখ্যার।