বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
বিশেষ সংবাদদাতা, ঢাকা : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে মো. আব্দুল্লাহ (৬০) নামে নিহত এক বাসযাত্রীর পরিচয় পাওয়া গেছে। দুর্ঘটনায় আরো অন্তত ১০ জন আহত হন।
বিজয়নগর থানার ওসি মো. আতিকুর রহমান ও ইসলামপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আ স ম আতিকুর রহমান জানান, ঢাকা থেকে হবিগঞ্জ অভিমুখী দিগন্ত পরিবহেনের একটি বাস ইসলামপুর এলাকায় মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি হয়।
মোটরসাইকলটিকে বাঁচাতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসটিতে মাত্র ১০-১২ জন যাত্রী ছিল। নিহত বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে।