কুয়েতের নতুন যুবরাজ শেখ মিসাল
পোস্ট ডেস্ক : শেখ মিসাল আল-আহমেদ আল-জাবের আল-সাবাহকে গালফ এর যুবরাজ হিসেবে মনোনীত করা হয়েছে। কুয়েতের নতুন শাসক আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল সাবাহ আজ বুধবার এ ঘোষণা দেন। শেখ মিসাল বর্তমানে দেশটির ন্যাশনাল গার্ডের উপপ্রধানের দায়িত্ব পালন করছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, পার্লামেন্টের অনুমোদনের মাধ্যমে যুবরাজ হিসেবে শেখ মিসালের নিয়োগ চূড়ান্ত হবে। এর আগে, অসুস্থতা জনিত কারণে ৯১ বছর বয়সী শেখ সাবাহ আল-আহমেদ আল-সাবাহ মারা যাওয়ার পর কুয়েতের নতুন আমির হিসেবে গত সপ্তাহে দায়িত্ব নেন তার ভাই শেখ নাওয়াফ। তিনিই এবার নতুন যুবরাজের নাম ঘোষণা করলেন।