আব্দুল মুকিত খান কন ওয়ে কাউন্টি বরাহ কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত
স্টাফ রিপোর্টার : কাউন্সিলর আব্দুল মুকিত খান কন ওয়ে কাউন্টি বরাহ কাউন্সিলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি অনুষ্ঠিত কন ওয়ে কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় কাউন্সিলর মুকিত খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে দুই বছর তিনি একই কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ছিলেন।একই সভায় কাউন্সিলর ইফোর লয়েড কে ভাইস চেয়ার নির্বাচিত করা হয়. কাউন্সিলর খান নির্বাচিত হওয়ার পর সবাইকে ধন্যবাদ জানান ও দায়িত্ব পালনে সকলের সহযোগিতা চান. মুকিত খানের দেশের বাড়ি সুনামগঞ্জের দিরাই থানার সাকিতপুরে। তিনি ওয়েলসের প্লাইড কামরু নির্বাচিত কাউন্সিলর।